লিয়ঁ’র সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন ব্রাজিলীয় ডিফেন্ডার রাফায়েল

214

লিয়ঁ, ৭ মে, ২০১৯ (বাসস/এএফপি) : ফরাসি লীগ ওয়ানের ক্লাব লিয়ঁর সঙ্গে চুক্তির মেয়াদ আরো দুই বছরের জন্য বাড়ালেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার রাফায়েল সিলভা। সোমবার ক্লাবের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
২৮ বছর বয়সি জমজ রাফায়েল সিলভা ও ফ্যাবিওকে ২০০৮ সালে ওল্ড ট্রাফোর্ডে নিয়ে আসেন ম্যানচেস্টার ইউনাইটেডের তৎকালীন কোচ অ্যালেক্স ফার্গুসন। এ সময় তারা ইউনাইটেডকে প্রিমিয়ার লীগের তিনটি শিরোপা এনে দিয়েছিলেন।
২০১৫ সালে চার বছরের চুক্তিতে লিয়ঁতে যোগ দেন রাফায়েল। সেখানে এ পর্যন্ত ১১৭টি ম্যাচে খেলেছেন যার মধ্যে ২৫টি ইউরোপীয়। সোমবার ক্লাবটি জানায়,‘রাফায়েলকে লিয়ঁর জার্সি গায়ে আরো বেশী সময় ধরে রাখতে পেরে আমরা আনন্দিত।’ লিয়ঁর জার্সি ধরে রাখা অবস্থায় ব্রাজিলীয় ডিফেন্ডারের একটি ছবিও প্রকাশ করেছে ক্লাবটি। যেখানে তার নামের পাশাপাশি ২০২১ সংখ্যাটিও লেখা রয়েছে।
রাফায়েল বলেন, ‘সবাই জানে আমি এখানে আরো থাকতে চাই। এটি এমন একটি ক্লাব ও শহর যেটিকে আমি দারুনভাবে ভালবেসে ফেলেছি।’ তার জমজ ভাই ফ্যাবিও ও এখন ফ্রান্সে খেলছে। তবে প্রতিপক্ষ ক্লাব নতেঁর হয়ে খেলছেন তিনি।