বাজিস-৮ : নড়াইলে চাল সংগ্রহ অভিযান শুরু

573

বাজিস-৮
নড়াইল- চাল সংগ্রহ
নড়াইলে চাল সংগ্রহ অভিযান শুরু
নড়াইল, ৬ মে, ২০১৯ (বাসস) : জেলায় বোরো চাল (সিদ্ধ ও আতপ) সংগ্রহ অভিযান কার্যক্রম আজ উদ্বোধন করা হয়েছে।
জেলার এবার প্রতি কেজি সিদ্ধ চাল ৩৬ টাকা দরে ও আতপ চাল ৩৫ টাকা দরে সংগ্রহ করা হবে। আগামি ৩১ আগস্ট পর্যন্ত চাল সংগ্রহ অভিযান চলবে।
আজ সোমবার সদর উপজেলা খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।
জেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা মনোতোষ কুমার মজুমদারের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চিন্ময় রায়, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈয়েবুর রহমান, মিল মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর মোট ৪ হাজার একশ’ ৯১ মেট্রিক টন (সিদ্ধ-৩ হাজার ৯০৮ মে.টন ও আতপ ২৮৩ মে.টন) বোরো চাল সংগ্রহ করা হবে। এর মধ্যে সদর উপজেলায়-১ হাজার ৯৮৭ মে. টন, কালিয়া উপজেলায় ১ হাজার ২৬০ মে. টন চাল ও লোহাগড়া উপজেলায় ৯৪৪ মে. টন চাল সংগ্রহ করা হবে।
বাসস/সংবাদদাতা/২১২০/এমকে