আইন-শৃঙ্খলা বাহিনী জঙ্গিবাদ রোধে দক্ষতার সাথে কাজ করছে : আসাদুজ্জামান খাঁন কামাল

665

চুয়াডাঙ্গা, ৬ মে ২০১৯ (বাসস) : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিবাদ রোধে দক্ষতার সাথে কাজ করছে। তিনি বলেন,এদেশে জঙ্গিবাদের কোন স্থান নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী আজ চুয়াডাঙ্গা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৬ ব্যাটালিয়ন সদর দপ্তরে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার দেশ থেকে মাদক নির্মুলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যারা আত্মসমর্পন করবে তাদের সুযোগ দেয়া হবে এবং বাকীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ও আলী আজগার, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামসহ বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিপুল পরিমান হেরোইন, ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।