এসএসসির কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার শতকরা ৭২ দশমিক ২৪ ভাগ

276

ঢাকা, ৬ মে, ২০১৯ (বাসস) : এ বছর এসএসসি পরীক্ষায় কারিগরি শিক্ষাবোর্ডের পাসের হার শতকরা ৭২ দশমিক ২৪ ভাগ। গত বছর এ বোর্ডে শিক্ষার্থীদের পাসের হার ছিল শতকরা ৭১ দশমিক ৯৬ ভাগ। আজ সোমবার প্রকাশিত এসএসসির ফলাফলে এ কথা জানা যায়।
কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এ বছর ১ লাখ ২৬ হাজার ৩৮৩ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। তাদের মধ্যে ৯১ হাজার ২৯৮ জন পাস করে। তার মধ্যে মোট ৪ হাজার ৭৫১ জন সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ লাভ করে।
এ বিভাগে ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৬২, রাজশাহী বোর্ডে শতকরা ৯১ দশমিক ৬৪, কুমিল্লা বোর্ডে শতকরা ৮৭ দশমিক ১৬, যশোর বোর্ডে শতকরা ৯০ দশমিক ৮৮ ভাগ, চট্টগ্রাম বোর্ডে শতকরা ৭৮ দশমিক ১১ ভাগ, বরিশাল বোর্ডে ৭৭ দশমিক ৪১ ভাগ, সিলেট বোর্ডে শতকরা ৭০ দশমিক ৮৩ ভাগ এবং দিনাজপুর বোর্ডে শতকরা ৮৪ দশমিক ১০ এবং মাদ্রাসা বোর্ডের শতকরা ৮৩ দশমিক ৩ ভাগ শিক্ষার্থী পাস করেছে।