বাজিস-৭ : টাঙ্গাইলের গোপালপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু

350

বাজিস-৭
টাঙ্গাইল-সাপের কামড়
টাঙ্গাইলের গোপালপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু
টাঙ্গাইল, ১১ জুন ২০১৮ (বাসস) : জেলার গোপালপুরে বিষাক্ত সাপের কামড়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া নুর মোহাম্মদ জেদনী (৮) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে । রোববার রাতে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের উত্তর পাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নুর মোহাম্মদ জেদনী ওই গ্রামের সেনা সদস্য আব্দুল হামিদের ছেলে।
জানা যায়, উপজেলার নগদা শিমলা ইউনিয়নের উত্তর পাথালিয়া গ্রামের হামিদের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলে নুর মোহাম্মদ জেদনী রাত ৯ টার দিকে বাড়ির বাইরে বের হলে বিষাক্ত সাপ কামড় দেয়। কিন্তু সে বুঝতে না পেরে ঘরে গিয়ে মা কে বলে বাঁশের কঞ্চিতে ব্যথা পেয়েছে। মা তাকে মলম দিয়ে ঘুম পারিয়ে দেয়। রাত ১১টার দিকে জেদনী সাপের কামড়ের বিষে ছটফট করতে থাকলে তাৎক্ষণিক তাকে স্থানীয় গোপালপুর উপজেলা হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে স্থানীয় মজিদপুর ক্যাডেট মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী।
এ ঘটনায় জেদনীর বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
বাসস/সংবাদদাতা/১৮২৫/মোজা/মরপা