পাবনায় ‘এসডিজি’ বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

270

পাবনা, ৫ মে ২০১৯ (বাসস) : টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আজ পাবনায় অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার পাবনা সার্কিট হাউস-এর সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. জসিমউদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড. হুমায়ুন মজুমদার, পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, সড়ক ও জনপথ বিভাগের নিবার্হী প্রকৌশলী শমীরণ রায়, জনস্বাস্থ্য প্রকৌশলীর নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব, বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন, সুজানগর উপজেলা চেয়ারম্যান শহীনুজ্জামান শাহীন, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম প্রমুখ অংশগ্রহন করেন।
কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ আহমেদ এবং কর্মশালার পেক্ষাপট বিশ্লেষন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদিন।