বাজিস-৯ : লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় ফণীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

247

বাজিস-৯
লক্ষ্মীপুর-ত্রাণ বিতরণ
লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় ফণীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
লক্ষ্মীপুর, ৫ মে, ২০১৯ (বাসস) : ঘূর্ণিঝড় ফণীর কারনে জেলার রামগতি উপজেলায় ক্ষতিগ্রস্ত ৬৩ পরিবারের মাঝে ত্রাণের চেক ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
রবিবার বিকালে উপজেলার চর রমিজ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পরিবারগুলোকে এ সহায়তা প্রদান করা হয়। এসময় উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রত্যেক পরিবারকে ৩ হাজার টাকার চেক ও ১ বান্ডিল ঢেউটিন দেওয়া হয়।
এর আগে, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, রামগতি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ ও পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন মেজু, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান প্রমুখ।
সভাশেষে রামগতি উপজেলার ক্ষতিগ্রস্ত ৬৩ পরিবারের মাঝে ত্রাণের চেক ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ৩ হাজার টাকার চেক ও ১ বান্ডিল ঢেউটিন দেওয়া হয়। সর্বমোট ১ লাখ ৮৯ হাজার টাকার চেক ও ৬৩ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।
বাসস/সংবাদদাতা/২১১০/-এমকে