স্পেনের ম্যাচটিই পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ : ম্যানুয়েল ফার্নান্দেস

431

ক্রাতোভো (রাশিয়া), ১১ জুন ২০১৮ (বাসস/এএফপি) : আসন্ন বিশ্বকাপে গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছেন পর্তুগীজ মিড ফিল্ডার ম্যানুয়েল ফার্নান্দেস। এটিই হবে রাশিয়া বিশ্বকাপের শুরুতে সবচেয়ে হ্যাভিওয়েট ম্যাচ।
আগামী ১৫ জুন সুচিতে বি’ গ্রুপের ম্যাচে ইউরো চ্যাম্পিয়নরা মোকাবেলা করবে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের। ওই ম্যাচের বিজয়ী দলটি গ্রুপের শীর্ষস্থান নিয়ে পরের রাউন্ডে যাবার সুযোগ লাভ করবে। গ্রুপের অপর দুই দল মরক্কো ও ইরান।
মস্কোর দক্ষিণ পুর্বাঞ্চলীয় শহর ক্রতোভোয় পর্তুগালের অনুশীলন ঘাটিতে ফার্নান্দেস সাংবাদিকদের বলেন, ‘আমাদের সবার জন্যই এটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এই মুহূর্তে আমরা খুবই শক্তিশালী দল, তবে লড়তে হবে আরেকটি শক্তিশালী দলের সঙ্গে। যারা বিশ্বকাপের শিরোপা প্রত্যাশীদের একটি।
আমরা গ্রুপের বাকী দল দু’টিকেও অবহেলা করছি না। তবে স্পেন হচ্ছে টুর্নামেন্টের ফেভারিটদের একটি। গ্রুপের বাকী দল ইরান ও মরক্কোর প্রতিও আমাদের সমীহ রয়েছে। আমরা তাদের হাল্কাভাবে নিচ্ছি না। ’
ফার্নান্দেস বলেন, ‘এটি ঠিক, গ্রুপ পর্বের সবকটি ম্যাচে জয়ের জন্যই আমরা এখানে এসেছি।এখন এর বাইরে আমাদের চিন্তা করার কিছু নেই। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যতদূর সম্ভব এগিয়ে যাওয়া।’
৩২ বছর বয়সি এই পর্তুগাল তারকা বলেন, ‘দেশের খেলার জন্য এখানে আসতে পেরে আমি গর্বিত। এটি খুবই সুসংগঠিত এবং অসাধারণ একটি ভেন্যু ও অনুশীলন ঘাঁটি। দলে তো রোনালদো আছেই, আমরাও আমাদের সেরাটা উপস্থাপন করার চেষ্টা করবো।
রোনালদো অবশ্যই আমাদের গুরুত্বপুর্ন খেলোয়াড়। তবে তিনি কিভাবে দলে খেলছেন এবং কয় গোল করছেন এর উপর আমরা নির্ভর করে থাকতে চাই না। আমরা সম্মিলিতভাবে খেলেই এখানে পৌঁছেছি।’
এদিকে গত বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাসনোদারের অনুশীলন ঘাটিতে পৌঁছেছে স্পেন। শনিবার শেষ অনুশীলন ম্যাচে অংশ নিয়ে তিউনিশিয়াকে ১-০ গোলে হারিয়েছে সাবেক এই বিশ্ব চ্যাম্পিয়নরা। এর ফলে টানা ২০ ম্যাচে অপরাজিত থাকল স্পেন।
স্পেনের কোন খেলোয়াড়কে হুমকি মনে করছেন কি-না জানতে চাইলে জবাবে ফার্নান্দেজ বলেন, ‘আমি সুনির্দিষ্ট কোন খেলোয়াড়কে চিহ্নিত করিনি। পর্তুগালের প্রতি তাদের বেশ সমীহ রয়েছে। তারাও মনে করে এই ম্যাচটি খুবই কঠিন হবে। আমিও তাদের বিষয়ে একই মনোভাব পোষণ করছি।’