বাসস দেশ-৩৯ : উদ্যোক্তা তৈরি এনজিওদের অর্থয়ানের সুযোগ রয়েছে

308

বাসস দেশ-৩৯
ডিএসসিই-সেমিনার
উদ্যোক্তা তৈরি এনজিওদের অর্থয়ানের সুযোগ রয়েছে
ঢাকা, ৫ মে, ২০১৯ (বাসস) : প্রত্যন্ত অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য উদ্যোক্তা গড়ে তুলতে হবে। এজন্য প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার মনোভাব,কৌশল ও সুযোগ সৃষ্টি করা জরুরী। এক্ষেত্রে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গতকাল শনিবার রাতে ঢাকা স্কুল অব ইকোনমিক্স (ডিএসসিই) আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
‘উদ্যোক্তার উন্নয়নে এনজিওর ভূমিকা’ শীর্ষক এ সেমিনারে উন্নয়ন সংস্থা ‘সেতু’র নির্বহী পরিচালক এম এ কাদের, ডিএসসিই’র উদ্যোক্তা অর্থনীতির সমন্বয়ক অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী, সহকারী অধ্যাপক রেহানা পারভীন ও সারাহ তাসনীম বক্তব্য রাখেন।
অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, গ্রামাঞ্চলে উদ্যোক্তা উন্নয়নে সরকার আনকনভেনশনাল মডেলে কাজ করছে। ক্ষুদ্র উদ্যোগের অর্থায়ণ করে বাংলাদেশ ইতোমধ্যে বিশ্ব রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশে উন্নয়ন হচ্ছে বিচ্ছিন্নভাবে যা একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে আনা প্রয়োজন। এনজিওগুলোও কাজ করছে। তাদের মধ্যে সমন্বয়হীনতা রয়েছে।
এমএ কাদের বলেন, উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণসহ তাদেরকের অর্থায়নের ব্যবস্থা করতে অনেক এনজিও কাজ করছে। কিভাবে সহজে ব্যবসা শুরু করা যায়, মার্কেট, অর্থায়নের খাত ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।
বাসস/আরআই/২০১০/-আসচৌ