টাঙ্গাইলে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পুনঃপাঠ কর্মসূচি শুরু

539

টাঙ্গাইল, ৫ মে, ২০১৯ (বাসস) : জেলার বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ পুনঃপাঠ কর্মসূচি শুরু হয়েছে।
আজ রোববার সকালে বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়। অনুষ্ঠান উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল হক, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, প্রচার সম্পাদক আলমগীর হোসেন তালুকদার, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ. রৌফসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ‘বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর দর্শন’ বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আগামী ছয়মাস এ কর্মসূচি চলবে।