বাসস দেশ-২৫ : যাদের হুমকি দেয়া হয়েছে তাদের সরকার বিশেষ নিরাপত্তা দেবে : স্বরাষ্ট্রমন্ত্রী

259

বাসস দেশ-২৫
হুমকি-নিরাপত্তা
যাদের হুমকি দেয়া হয়েছে তাদের সরকার বিশেষ নিরাপত্তা দেবে : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৫ মে, ২০১৯ (বাসস) : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিরা যাদের হুমকি দিয়েছে, সরকার তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করবে এবং আইন-শৃঙ্খলা বাহিনী অপরাধীদের চিহ্নিত করার লক্ষ্যে কাজ করছে।
জঙ্গিদের কাছ থেকে জীবননাশের হুমকি পেয়েছেন উল্লেখ করে মানবাধিকার কর্মী এডভোকেট সুলতানা কামাল ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন থানায় সাধারণ ডায়রি করেছেন, এ ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাদের জীবননাশের হুমকি দেয়া হয়েছে, সরকার তাদের নিরাপত্তা দেবে। আইন-শৃঙ্খলা-বাহিনী ওইসব অপরাধীদের চিহ্নিত করার লক্ষ্যে কাজ করছে, যারা গর্তে থেকে একের পর এক ফাঁকা আওয়াজ দিয়ে যাচ্ছে।’
মন্ত্রী বলেন, জঙ্গি নির্মূলে আমাদের গোয়েন্দা সংস্থার দক্ষতা ও অভিজ্ঞতা অনেক বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশে জঙ্গিবাদ আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে সম্পর্কিত উল্লেখ করে তিনি বলেন, যখনই কোন একটি স্থানে হামলার ঘটনা ঘটে তখন একটি সুনির্দিষ্ট বিদেশি ওয়েবসাইট ‘সাইট’ বলার চেষ্টা করে যে এটি কোন আন্তর্জাতিক জঙ্গি গ্রুপের কাজ।
বাসস/অনুবাদ/এমএমবি/২১১৫/-কেকে