বাসস ক্রীড়া-৮ : রাশিয়া পৌঁছালো ফ্রান্স ও উরুগুয়ে

246

বাসস ক্রীড়া-৮
ফুটবল-ফ্রান্স-উরুগুয়ে
রাশিয়া পৌঁছালো ফ্রান্স ও উরুগুয়ে
মস্কো, ১১ জুন ২০১৮ (বাসস/এএফপি) : দ্বিতীয়বারের মত বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে রাশিয়ায় পা রাখলো ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স। এদিকে, শিরোপা জয়ের বন্ধ্যাত্ব ঘোচানোর লক্ষ্য নিয়ে রাশিয়ায় পৌঁছে গেল উরুগুয়েও। ১৯৩০ ও ১৯৫০ সালে দু’বার শ্রেষ্ঠত্বের মুকুট পড়া উরুগুয়ে এরপর আর কোন আসরের ফাইনালই খেলতে পারেনি। তাই এবার তাদের লক্ষ্য বিশ্বকাপের শিরোপা খড়া কাটানো।
বিশ্বকাপের আগে তিনটি প্রীতি ম্যাচ খেলেছে ফ্রান্স। প্রথম দু’ম্যাচে জিতলেও বিশ্বকাপের আগে শেষ ম্যাচে হোচট খায় ফরাসিরা। যুক্তরাষ্ট্রের সাথে ১-১ গোলে ড্র করে তারা। ড্র’র স্বাদ নিয়ে বিশ্বকাপে পৌঁছাতে হলো ফরাসিদের। রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৭২ কিলোমিটার দূরে ইসত্রাতে নিজেদের বেস ক্যাম্প করবে ফ্রান্স।
এবারের আসরে ‘সি’ গ্রুপে রয়েছে ফ্রান্স। গ্রুপে অস্ট্রেলিয়া, পেরু ও ডেনমার্কের বিপক্ষে খেলবে ফরাসিরা। ১৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তারা।
১৯৯৮ সালে জিনেজিদ জিদানের নেতৃত্বে প্রথমবারের মত বিশ্বকাপ শিরোপা জিতে ফ্রান্স। ফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে হারায় তারা।
এদিকে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের পাঁচদিন আগে রাশিয়া পৌঁছালো লুইস সুয়ারেজের দল উরুগুয়ে। ১৬ ঘন্টা বিমানে কাটানোর পর গতকাল রাশিয়ার নিজনি নভগোরোডে পৌঁছায় তারা। বিমানবন্দর থেকে ২০ কিলোমিটার দূরে বোরে নিজেদের বেস ক্যাম্প করবে উরুগুয়ে।
জয়কে সঙ্গী করেই রাশিয়ায় বিশ্বকাপ মিশন শুরু করবে উরুগুয়ে। উজবেকিস্তানকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে তারা। ‘এ’ গ্রুপে উরুগুয়ের প্রতিপক্ষ স্বাগতিক রাশিয়া, সৌদি আরব ও মিশর। ইকাতারিনবার্গে ১৫ জুন মিশরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে উরুগুয়ে।
বাসস/এএফপি/এএমটি/১৭৫০/মোজা/স্বব