এবারের বিশ্বকাপটি হবে টুর্নামেন্ট ইতিহাসের অন্যতম সেরা : সাঙ্গাকারা

629

নয়াদিল্লি, ৪ মে, ২০১৯ (বাসস) : শ্রীলংকার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারার মতে ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপটি ‘তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’ এবং ‘অসাধারণ’।
প্রথম অবৃটিশ নাগরিক হিসেবে আগামী অক্টোবরে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সভাপতির দায়িত্ব নিতে যাওয়া ৪১ বছর বয়সী এ কিংবদন্তী ক্রিকেটার ৩০ মে শুরু হওয়া সর্ববৃহত এ টুর্নামেন্টের বিষয়ে দারুণ উত্তেজিত।
ভারতীয় হিন্দুস্তান টাইমস পত্রিকাকে তিনি বলেন, ‘আমার মনে হয় এবারের বিশ্বকাপটি হবে এ যাবত কালের সেরা টুর্নামেন্টগুলোর একটি।’
তিনি আরো বলেন, ‘টুর্নামেন্টে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে এবং আমি নিশ্চিত যে আমরা অসাধারণ কিছু ক্রিকেট দেখতে পাব। ভক্তরা উপভোগ করবে। এটা হবে খেলাটির একটা মহা উৎসব এবং আমি সত্যিই দারুণ উৎফুল্ল।’
নতুন দলগুলোর আন্তর্জাতিক ক্রিকেটকে উপভোগ্য করা ধরনে খুশি সাঙ্গাকারা। খেলাটির উন্নতির জন্য এটা ভাল বলে মনে করছেন তিনি।
সাঙ্গাকারা বলেন, ‘আমি মনে করি খেলাটির বিস্তারে আইসিসি খুবই ভাল কাজ করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নতুন দলগুলোকে একটা কাঠামোর মধ্যে আনছে। এমসিসি অতুলনীয় উপায়ে কাজটি করছে এবং নতুন দেশগুলো এগিয়ে নিতে পরিকল্পনা করছে।’
চারটি বিশ্বকাপে শ্রীলংকার প্রতিনিধত্ব করা বাঁ-হাতি এ ড্যাশিং ব্যাটসম্যান বলেন যেহেতু ক্রিকেটের কলেবর বৃদ্ধি পাচ্ছে সেহেতু অতিরিক্ত কিছু যেন না হয় সেটা নিশ্চিত করাটাও নির্বাহী সংস্থার জন্য গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘বোর্ডগুলো কিভাবে তাদের সূচি ঠিক করছে সেটা দেখতে হবে। আইসিসি ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) সঙ্গে এগুলোর ভারসাম্য থাকতে হবে। যথার্থভাবে পুনর্বাসনের বিয়টি নিশ্চিত করতে সফরগুলো মধ্যে যথেষ্ঠ বিরতি থাকতে হবে।
‘এই মুহূর্তে অনেক বেশি আন্তর্জাতিক ক্রিকেট এবং ঘরোয়া লীগ অনুষ্ঠিত হচ্ছে। কেবলমাত্র খেলোয়াড় ও বোর্ডের জন্য নয়, এ বিষয়গুলোতে ভারসাম্য রাখতে নিজ নিজ বোর্ডের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।’