২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করতে প্রয়োজন সমন্বিত পদক্ষেপ

258

ঢাকা , ৪ মে, ২০১৯ (বাসস ) : ঢাকার শ্যামলীতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করতে প্রয়োজন সমন্বিত পদক্ষেপ।
ঢাকা আহ্ছানিয়া মিশনের হেলথ সেক্টরের প্রশিক্ষণ কক্ষে আজ “ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্যের ব্যবহার ও ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গঠনে করণীয় ”শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপত্বিত করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের হেলথ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। ন্যাশনাল ইন্সটিটিউট অব ক্যান্সার রির্সাচ এন্ড হসপিটাল এর সহযোগী অধ্যাপক ডা: হাবিবুল্লাহ তালুকদার, জাতীয় তামাক বিরোধী প্লাট ফর্মের কো-অডিনেটর ডা: মাহফুজুর রহমান ভূঞাঁ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
সভায় বক্তরা বলেন, ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য শরীরের জন্য সরাসরি একশতভাগ ক্ষতিকর। তামাকের ক্ষতি হ্রাস করতে প্রয়োজন সমন্বিত পদক্ষেপ।
মিডিয়া এক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করতে পারে। তবে মাঠ পর্যায়ে মানুষের কাছে যেতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে উল্লেখ করে তারা বলেন, সরকারকেও সকল প্রকার তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করা সম্ভব।
সভায় পাওয়ার পয়েন্ট প্রতিবেদন প্রদান করেন ঢাকা আহ্ছানিয়া মিশন এর সহকারী পরিচালক ও তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের এর প্রকল্প সমন্বয়কারী মো. মোখলেছুর রহমান ও তামাক বিরোধী নারী জোটের সমন্বয়কারী সাঈদা আক্তার।