ঘূর্ণিঝড় ফনি’র প্রভাবে খুলনায় বৃষ্টিপাত হচ্ছে

374

ঢাকা, ৩ মে ২০১৯ (বাসস) : ঘূর্ণিঝড় ফনি’র প্রভাবে খুলনায় বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও সুন্দরবন সংলগ্ন নদ-নদীগুলোর পানি ১ থেকে ২ ফুট বৃদ্ধি পেয়েছে।
বাসস’র খুলনা প্রতিনিধি আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টায় জানান, খুলনায় বৃষ্টিপাত হচ্ছে। তবে আজ বিকেলের পর থেকে জেলার কয়রা ও পাইকগাছা উপজেলায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে।
তিনি জানান, ঘূর্ণিঝড় ফনি মোকাবেলায় প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় তিন লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
অন্যদিকে, বাসস-এর সাতক্ষীরা সংবাদদাতা জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলায় সার্বিক পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ফনি’র প্রভাবে সেখানে সেখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।