সিলেট অঞ্চলে বোরো উৎপাদন লক্ষ্যমাত্রা ১৮ লক্ষ ৭৭ হাজার মেট্রিক টন

306

সিলেট, ৩০ এপ্রিল ২০১৯ (বাসস) : সিলেট অঞ্চলে বোরো ধান কাটা শুরু হয়েছে। সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবার সিলেট অঞ্চলে ১৮ লক্ষ ৭৭ হাজার ১০৫ মেট্রিক টন বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার আবাদ লক্ষ্যমাত্রার মতো উৎপাদন লক্ষ্যও অর্জন সম্ভব হবে- এমনটা আশা করছে কৃষি কর্মকর্তারা।
চলতি মৌসুমে সিলেট অঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ হাজার ৩১২ হেক্টর বেশি জমিতে বোরো আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ৪ লক্ষ ৬৮ হাজার ৫৫৭ হেক্টর জমি। আবাদ হয়েছে ৪ লক্ষ ৭৮ হাজার ৮৬৯ হেক্টর জমিতে।
এর মধ্যে সুনামগঞ্জ জেলায় ২ লক্ষ ২৪ হাজার ৪৪০ হেক্টর, হবিগঞ্জ জেলায় ১ লক্ষ ২১ হাজার ৫শ’ হেক্টর, সিলেট জেলায় ৭৯ হাজার ৭৬৭ হেক্টর ও মৌলভীবাজার জেলায় ৫৩ হাজার ১৬২ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।
হাওরবেষ্টিত সুনামগঞ্জে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১ লক্ষ ৭২ হাজার ২২৭ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। হবিগঞ্জের হাওরে ৪৬ হাজার ৩৬০ হেক্টর ও হাওরের বাইরে ৭৫ হাজার ১৪০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।
হাইব্রিড, উফশী ও স্থানীয় জাতের মধ্যে উফশীর চাষ সবচেয়ে বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবার উফশী উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে ১০৩ শতাংশ। শুধুমাত্র সুনামগঞ্জে ১ লক্ষ ৮৫ হাজার ২৬২ হেক্টর জমিতে উফশী চাষ হয়েছে। চার জেলায় বোরো চাষ হয়েছে ৩ লক্ষ ৭৯ হাজার ৯৬ হেক্টর জমিতে। এর মধ্যে হবিগঞ্জ জেলায় ৭৮ হাজার ৬শ’ হেক্টর, সিলেট জেলায় ৬৪ হাজার ৬৪ হাজার ৮৫৯ হেক্টর ও মৌলভীবাজার জেলায় ৫০ হাজার ৩৭৫ হেক্টর জমিতে উফশী জাতীয় ধান আবাদ হয়েছে।
আবাদ অনুযায়ী উৎপাদন লক্ষ্যমাত্রাও নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এবার ১৪ লক্ষ ৭৯ হাজার ৭২২ মেট্রিক টন উফশী ধান উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে। এছাড়া হাইব্রিড জাতীয় ৩ লক্ষ ৭৩ হাজার ৬১ মেট্রিক টন এবং ২৪ হাজার ৩২৩ মেট্রিক টন স্থানীয় জাতের ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে হাইব্রিড জাতীয় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা হবিগঞ্জে সবচেয়ে বেশি। এ জেলায় ১ লক্ষ ৮৪ হাজার ৮৫৬ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। সুনামগঞ্জে হাইব্রিড ধান উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ১১৭ মেট্রিক টন। এছাড়া সিলেট জেলায় ৩২ হাজার ৭৪২ মেট্রিক টন এবং মৌলভীবাজার জেলায় ১০ হাজার ৩৪৬ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় জাতের ধান উৎপাদন লক্ষ্যমাত্রা সিলেট জেলায় সবচেয়ে বেশি। সিলেটে ১৫ হাজার ৯৬২ মেট্রিক টন, মৌলভীবাজারে ৮০৭ মেট্রিক টন, হবিগঞ্জে ১৯৪ মেট্রিক টন এবং সুনামগঞ্জে ৭ হাজার ৩৬০ মেট্রিক টন ধান উৎপাদন হবে।
চার জেলার মধ্যে সিলেট জেলায় মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লক্ষ ১ হাজার ৮৮৯ মেট্রিক টন, মৌলভীবাজার জেলায় ২ লক্ষ ৯ হাজার ১৯৯ মেট্রিক টন, হবিগঞ্জ জেলায় ৪ লক্ষ ৯৫ হাজার ৪৩৫ মেট্রিক টন এবং সুনামগঞ্জ জেলায় ৮ লক্ষ ৭০ হাজার ৫৮২ মেট্রিক টন।
সিলেট আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. শাহ জাহান বাসসকে বলেন, হাওরে এবার বোরো’র ফলন ভাল হয়েছে। যথারীতি ফসল ঘরে তোলা সম্ভব হলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।