মাদকদ্রব্য আমদানীকারক ও বিক্রেতাদের বিচার বিশেষ ট্রাইব্যুনালে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

456

সংসদ ভবন, ৩০ এপ্রিল, ২০১৯ (বাসস) : হেরোইন ও ফেনসিডিলসহ নিষিদ্ধ নেশা জাতীয় পণ্য আমদানীকারক ও বিক্রেতাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করা হবে।
আজ সংসদে বিরোধী দলের সদস্য মশিউর রহমান রাঙ্গার তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এ তথ্য জানান।
মন্ত্রী জানান, বিশেষ ট্রাইব্যুনালে বিচারের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ প্রণয়ন করা হয়েছে। দেশে হেরোইন ও ফেনসিডিলসহ নিষিদ্ধ নেশা জাতীয় পণ্য আমদানি করা হয় না।
তিনি বলেন, বিশেষ ট্রাইব্যুনাল গঠনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে গত ৯ ডিসেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে।