ভারতে বাস দুর্ঘটনায় ৬ শিক্ষার্থী নিহত

295

নয়াদিল্লী, ১১ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে রোববার রাতে এক বাস দুর্ঘটনায় ছয় শিক্ষার্থী নিহত ও অপর তিনজন আহত হয়েছে। সোমবার এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
এ ঘটনায় ছয়জন ঘটনাস্থলেই প্রাণ হারায়। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজন।
ছাত্ররা সান্তকাবিরনগর জেলা থেকে পার্শ্ববর্তী উত্তরখন্ড রাজ্যের তীর্থ নগরী হরিদ্বারে যাচ্ছিল।
গাড়িতে জ্বালানী নেয়ার সময় তারা রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এমন সময় দ্রুতগামী বাসটি আকস্মিকভাবে তাদের ওপর উঠে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।
কানুজ জেলার কাছে আগ্রা-লক্ষেèৗ মহাসড়কে এটি ঘটে।