বাসস বিদেশ-১ : লিবিয়ায় বিমান হামলায় নিহত ৪, আহত ৩৭

280

বাসস বিদেশ-১
লিবিয়া-সংঘাত
লিবিয়ায় বিমান হামলায় নিহত ৪, আহত ৩৭
ত্রিপোলি, ৩০ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক) : লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে রোববার রাতে বিমান হামলায় চারজন নিহত ও ৩৭ জন আহত হয়েছে। সোমবার লিবিয়ার গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকোর্ড (জিএনএ) একথা জানিয়েছে।
তারা এই ঘটনার জন্য খলিফা হাফতারের লিবিয়ান ন্যাশনাল আর্মিকে (এলএনএ) অভিযুক্ত করে। খবর এএফপি’র।
জিএনএ জানায়, রাজধানীতে একই ধরনের হামলায় অপর চার বেসামরিক নাগরিক নিহত ও ২০ জন আহত হওয়ার একদিন পর এই হামলা চালানো হলো।
গত ৪ এপ্রিল হাফতারের এলএনএ ত্রিপোলিতে অভিযান শুরু করে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত জিএনএ’র কেন্দ্রস্থল হচ্ছে ত্রিপোলি।
প্রাথমিক সাফল্য অর্জনের পর হাফতারের বাহিনী দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন স্থানে প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়। টিকতে না পেরে কোন কোন এলাকায় তার সৈন্যরা পিছু হটে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এসব সংঘর্ষে অন্তত ২৭৮ জন নিহত ও ১ হাজার ৩শ’র বেশি আহত হয়েছে।
হাফতার বিমান হামলা চালাতে বিদেশী বিমান ব্যবহার করেছে বলে জিএনএ অভিযোগ করেছে। তবে এসব বিমান কোন দেশের তারা তা উল্লেখ করেনি।
জিএনএ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আমিন আল-হাশেমি বলেন, রোববারের অভিযানের পর সরকারি হাসপাতালগুলো চারজনের লাশ আনা হয়। এদের তিনজন বেসামরিক নাগরিক ও একজন সৈন্য। এই ঘটনায় আহত ৩৭ জন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, ‘আহতদের অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।’
বাসস/ কেএআর/১০-০৫/এমএজেড