আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

260

ইয়াঙ্গুন, ১১ জুন, ২০১৮ (বাসস ডেস্ক) : মিয়ানমারের প্রেসিডন্ট উ উইন মিন্ত থাই প্রধানমন্ত্রী প্রাউত চান-ও-চা’র আমন্ত্রণে শিগগিরই এক রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ড যাচ্ছেন।
সোমবার দেশটির এক সরকারি ঘোষণায় একথা জানানো হয়। খবর সিনহুয়া’র।
এ সফরকালে উ উইন মিন্ত ব্যাংককে অনুষ্ঠেয় ৮ম আয়েইয়াওয়াদাই-চাও ফিরা মেকোং ইকনোমিক কো-অপারেশন স্ট্র্র্যাটেজি (এসিএমইসিএস) শীর্ষ সম্মেলন এবং ৯ম কম্বোডিয়া-লাওস-মিয়ানমার-ভিয়েতনাম (সিএলএমভি) শীর্ষ সম্মেলনে যোগ দিবেন।
পরিসংখ্যান অনুযায়ী থাইল্যান্ড ২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত মিয়ানমারে ১১.০৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে। এটা মিয়ানমারের মোট বৈদেশিক বিনিয়োগের ১৪.৫৩ শতাংশ। ১৯৮৮ সালের শেষ দিকে মিয়ানমার বৈদেশিক বিনিয়োগের দ্বার উন্মোচন করার পর থেকে চীন ও সিঙ্গাপুরের পর থাইল্যা- মিয়ানমারে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে।
২০১৭-১৮ অর্থবছরের প্রথম ভাগে মিয়ানমার ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ২.৪৫ বিলিয়ান মার্কিন ডলার।