বাজিস-১৭ : চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

334

বাজিস-১৭
চুয়াডাঙ্গা- দুর্ঘটনা
চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
চুয়াডাঙ্গা, ২৮ এপ্রিল ২০১৯ (বাসস): জেলায় আজ রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুই জন নিহত হয়েছে।
আজ রোববার সকাল ৯টার দিকে জেলার ভালাইপুর বাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত শামসুল হক সদর উপজেলার মাখালডাঙ্গা গ্রামের আসির উদ্দীনের ছেলে।
অন্যদিকে, মিনি ট্রাকের ধাক্কায় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র রেদওয়ান আহমেদ নিহত হয়েছে। নিহত রেদওয়ান শহরের সবুজপাড়ার স্কুল শিক্ষক রাশেদ আহমেদের ছেলে।
পুলিশ জানায়, সকালে শামসুল হক শ্বশুর বাড়ি রামনগর থেকে বাড়ি ফিরছিলেন। এসময় ভালাইপুর বাজারে পৌঁছালে মেহেরপুরগামী একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন তিনি। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে, মিনি ট্রাকের (ঢাকা মেট্রো-উ-১৪-২৭৭৫) ধাক্কায় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র রেদওয়ান আহমেদ নিহত হয়েছে। শনিবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নম্বর পানির ট্যাংকের নিকট ওই দুর্ঘটনা ঘটে। নিহত রেদওয়ান শহরের সবুজপাড়ার স্কুল শিক্ষক রাশেদ আহমেদের ছেলে।
এ ঘটনায় ট্রাক ও এর চালককে আটক করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাসস/সংবাদদাতা/২০৩৫/এমকে