শস্য বীমা চালুর পরিকল্পনা সরকারের রয়েছে : অর্থমন্ত্রী

341

সংসদ ভবন, ২৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : হাওড়সহ দেশের ঝুঁকিপূর্ণ এলাকার কৃষকের জন্য পরীক্ষামূলকভাবে শস্য বীমা চালু করার পরিকল্পনা সরকারের রয়েছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, ‘ শস্য বীমার ভাল এবং মন্দ দুটো দিকই রয়েছে। তবে আমরা হাওড়সহ দেশের ঝুঁকিপূর্ণ এলাকায় দু’একটি পরীক্ষামূলক শস্য বীমা চালু করা হবে। এটা যদি সফল হয়, তাহলে সারা দেশে ব্যাপক হারে এই প্রকল্প চালু করবো।’
দেশে চালের বাম্পার ফলনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যদি আমরা দেশে সাধারণভাবে শস্য বীমা চালু করি, তাহলে কৃষকরা বীমার টাকার আশায় আর ধান উৎপাদনে মনোযোগি হবে না। এতে দেশে আর চালের বাম্পার ফলন হবে না।’
মন্ত্রী বলেন, অনেক সময় অনেকে নিজেদের গুদামে আগুন লাগিয়ে বীমা দাবি করে, এধরনের ঘটনা শস্য বীমার ক্ষেত্রেও হতে পারে।