বাসস দেশ-৩৮ : ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

290

বাসস দেশ-৩৮
ত্রাণ প্রতিমন্ত্রী-ভারতীয় হাই কমিশন
ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকা, ২৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমানের সাথে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস সাক্ষাৎ করেছেন।
তিনি আজ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে তার সাথে সাক্ষাৎ করেন। এ সময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ্ কামাল এবং হাইকমিশনের প্রথম সচিব (পলিটিক্যাল) লাভানিয়া কুমার উপস্থিত ছিলেন।
ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত বাংলাদেশে অবস্থানকারী রোহিঙ্গা নাগরিকদের জন্য ভারত সরকার কি ধরনের সহযোগিতা করতে পারে তা জানতে চান।
এ সময় প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, রোহিঙ্গাদের দ্রুত তাদের নিজ দেশে প্রত্যাবর্তনই সরকারের মূল লক্ষ্য ও প্রচেষ্টা। এ বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর আন্তরিক সহযোগিতা দরকার।
প্রতিমন্ত্রী আরো বলেন, মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের জন্য পাহাড় ও বন উজার করে বসতি স্থাপন করায় পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে।
তাই রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠাতে ভারতকে ভূমিকা রাখতে প্রতিমন্ত্রী আহ্বান জানান।
বাসস/তবি/এমএআর/২০২৭/জেহক