বাসস সংসদ-৮ : চলতি বছরেই সুদের হার সিঙ্গেল ডিজিটে নেমে আসবে : অর্থমন্ত্রী

307

বাসস সংসদ-৮
সুদ-সিঙ্গেল-ডিজিট
চলতি বছরেই সুদের হার সিঙ্গেল ডিজিটে নেমে আসবে : অর্থমন্ত্রী
সংসদ ভবন, ২৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : চলতি বছরের মধ্যেই ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নিয়ে আনা হবে।
আজ সংসদে সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকারের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘দেশের জনগণের কাছে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ব্যাংক ঋণের সুদের হার অবশ্যই আমরা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবো এবং চলতি বছরেই তা করা হবে।’
তিনি বলেন, বিশ্বের কোন দেশেই সুদের হার ১২-১৪ শতাংশ নেই। এটি সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার কাজ চলছে। এখন শুধু বাস্তবায়নের অপেক্ষা।
মন্ত্রী বলেন, ‘যদি নন পারফর্মিং লোনের পরিমাণ বেড়ে যায়, তাহলে আমরা আমাদের অর্থনীতির গতিশীলতা থেকে বিচ্যুত হব। আমরা সকল কিছু বিবেচনায় নিয়ে আমাদের ব্যাংক খাতগুলোর ‘রেট অব ইন্টারেস্ট’ সুদের হার কমাব। সুদের হার কমানো না গেলে নন পারফর্মিং লোন কমবে না।’
তিনি বলেন, ‘নন পারফর্মিং লোন তখনই বেড়ে যায়, যখন লোন নিয়ে তারা পরিশোধ করতে পারেন না। নন পারফর্মিং লোন হওয়ার কারণে সুদের হার অনেক বেশি। যখন ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানা ঋণ পরিশোধ করতে পারে না, তখন সেখানে সঙ্গত কারণেই খেলাপি হয়ে যায়। এ জন্য সুদের হার মোটামুটি সহনশীল অবস্থায় নিয়ে আসছি। সেটা নিয়ে আসতে পারলেই আমরা সফল হব। আমাদের কর্মসংস্থান বাড়বে। শিল্পকারখানাগুলো বেঁচে যাবে।’
বাসস/এমএসএইচ/২০২৫/-অমি