অসুস্থ সঙ্গীত শিল্পী সুবীর নন্দীকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশে

356

ঢাকা, ২৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : গুরুতর অসুস্থ প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুবীর নন্দীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে বলেন, ‘ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন একুশে পদক প্রাপ্ত শিল্পী সুবীর নন্দীর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে এয়ার এ্যাম্বুলেন্সযোগে আগামীকাল সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে।’
হৃদরোগে আক্রান্ত হলে শিল্পী ও সুরকার সুবীর নন্দীকে গত ১৪ এপ্রিল ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়।
তারপর থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুতর অসুস্থ এই শিল্পীর চিকিৎসার বিষয়ে নিবিড়ভাবে মনিটর করছেন।
শিল্পী কুমার বিশ্বজিত, তাপন চৌধুরী, রফিকুল আলম ও বিশিষ্ট চিকিৎক ডা. সামন্ত লাল সেন গত ১৯ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই প্রখ্যাত শিল্পীর চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে তাঁকে অবহিত করেন।
এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়–য়া সুবীর নন্দীর চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নিতে সিএমএইচ-এ যান।
সুবীর নন্দীর চিকিৎসা সংক্রান্ত সকল কাগজপত্র সিঙ্গাপুরে পাঠাতে এবং সে দেশের বিশেষজ্ঞদের মতামত নিতে ডা. সামন্ত লাল সেনকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সে অনুযায়ী পরবর্তীতে পদক্ষেপ নেয়া হবে।’
শেখ হাসিনা শিল্পী প্রতিনিধিদলকে জানান, এর আগেও ১৯৯৮ সালে দু’দফায় সুবীর নন্দীর চিকিৎসার জন্য তিনি সব ধরনের সহযোগিতা করেছেন।’