বাসস দেশ-২৯ : বাংলাদেশে বেকারত্বের হার কমাতে উদ্যোক্তা তৈরির বিকল্প নেই : ইউজিসি চেয়ারম্যান

158

বাসস দেশ-২৯
ইউজিসি-উদ্যোক্তা
বাংলাদেশে বেকারত্বের হার কমাতে উদ্যোক্তা তৈরির বিকল্প নেই : ইউজিসি চেয়ারম্যান
ঢাকা, ২৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান বলেছেন, বাংলাদেশে বেকারত্বের হার নি¤œগামী করতে উদ্যোক্তা তৈরির বিকল্প নেই।
তিনি বলেন, শিক্ষার্থীদেরকে এমন কার্যকরী পাঠদান নিশ্চিত করতে হবে যেন চাকরির পাশাপাশি উদ্যোক্তা তৈরির পথও সুগম হয়।
আজ ইউজিসিতে আয়েজিত ‘ডেভেলপমেন্ট অব ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক ফর বাংলাদেশ’ এর সক্ষমতা বৃদ্ধি শীর্ষক দু’দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
দেশে একটি সমন্বিত ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক তৈরির লক্ষ্যে ইউজিসি’র সহায়তায় আইএলও এ কর্মশালার আয়োজন করে।
ইউজিসি চেয়ারম্যান বলেন, আমাদের ৩২ শতাংশ স্নাতক বেকার। এটা খুবই উদ্বেকজনক। শুধু সরকারি চাকরির জন্য বসে থাকলে চলবে না, বেকারত্ব কমাতে আমাদের সম্ভাবনাময় যুবশক্তিকে প্রয়োজনীয় জ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে ।
ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স¦াগত বক্তব্য রাখেন স্কিল ২১ প্রকল্পের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার মিস লিগায়া ডুমায়াং।
সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. আখতার হোসেন, প্রফেসর সঞ্জয় কুমার অধিকারী, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এসএস/১৮৫০/এএএ