বাসস দেশ-২৮ : দেশের গ্রাম পর্যায়ে কমিটি করে মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : আমু

156

বাসস দেশ-২৮
আমু-মাদক-প্রতিরোধ
দেশের গ্রাম পর্যায়ে কমিটি করে মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে : আমু
ঝালকাঠি, ২৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, দেশের তৃণমূল থেকে কমিটি করে ঐক্যবদ্ধভাবে জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গ্রাম পর্যায়ে উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সর্বস্তরের মানুষের নেতৃত্বে কমিটি গঠন করে জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
আমু আরো বলেন, এখন সময় এসেছে জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার। প্রয়োজনে জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।
আমির হোসেন আমু আজ রোববার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হামিদুল হক।
অনুষ্ঠানে চেয়ারম্যান খান আরিফুর রহমান, ভাইস চেয়ারম্যান মহিনউদ্দিন তালুকদার ও ইসরাত জাহান সোনালীকে ফুল দিয়ে বরণ করেন আমির হোসেন আমু।
বাসস/সংবাদদাতা/এমএএস/১৮৩৫/কেজিএ