লক্ষ্মীপুরে মাইক্রোবাসসহ ৮ মণ জাটকা জব্দ, ১ জনের কারাদন্ড

243

লক্ষ্মীপুর, ২৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : জেলার রায়পুরে রোববার ভোরে পাচারকালে পুলিশ মাইক্রোবাসসহ ৮ মণ জাটকা ইলিশ জব্দ এবং চালকসহ ২ জনকে আটক করেছে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাইক্রোচালক মাহাবুব আলমকে (৩৭) ১ মাসের কারাদন্ড দেন রায়পুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহতাসিম বিল্লাহ। নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ বহন করায় তাকে এ সাজা দেওয়া হয়। আটক অন্যজন শিশু হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বাসসকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারকের নির্দেশনায় জব্দকৃত প্রায় ৮ মণ জাটকা ইলিশ স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
হাজীমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, ভোরে উপজেলার খাসেরহাট এলাকা থেকে জাটকা ইলিশ ভর্তি একটি মাইক্রোবাস আটক করা হয়েছে। এসময় মাইক্রোবাস চালকসহ ২ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।