বাজিস-৬ : জয়পুরহাটে অসহায় ও দুস্থ শিশুদের মাঝে পোশাক বিতরণ

139

বাজিস-৬
জয়পুরহাট-পোশাক বিতরণ
জয়পুরহাটে অসহায় ও দুস্থ শিশুদের মাঝে পোশাক বিতরণ
জয়পুরহাট, ২৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : শিশু একাডেমির সার্বিক তত্বাবধানে সরকারের সহায়তায় পরিচালিত শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিকে অধ্যয়নরত ৬০ জন দুস্থ ও অসহায় শিশুদের মাঝে রোববার স্কুল পোশাক বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমি জয়পুরহাট জেলা কার্যালয়ে আয়োজিত পোশাক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উমা রানী দাস। অতিথি হিসাবে শিশুদের মাঝে পোশাক বিতরণ করেন জেলা স্কাউটস সম্পাদক ও সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুস্থ মানবতার সেবা সংস্থার নির্বাহী পরিচালক মাহবুবা বেগম। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যে সকল পরিবারের মায়ে’রা সন্তানের লেখাপড়ার খোঁজ খবর নিতে পারেন না এসব শিশু যাতে শিক্ষা বঞ্চিত না হয় সেই লক্ষ্যে অসহায় ও দুস্থ শিশুদের লেখাপড়ার ব্যবস্থা করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন শিক্ষাবান্ধব বর্তমান সরকার। দেশের ৬৪ জেলায় শিশু একাডেমির সার্বিক তত্ত্বাবধানে অসহায় ওই সকল শিশুদের জন্য শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক শিক্ষা চালু রয়েছে। জয়পুরহাট শিশু একাডেমিতে শিশু বিকাশ শ্রেণীতে ৩০ ও প্রাক- প্রাথমিকে ৩০ জন শিশু অধ্যয়ন করছে। এখানে শিশুদের পোষাক, বই, খাতা-কলম, টিফিন দেওয়া হয়। এখানের লেখাপড়া শেষে যে কোন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় শিশুরা। সরকারের ভিশন ও নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কোন শিশু যাতে প্রাথমিক শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করছে শিশু একাডেমি।
বাসস/সংবাদদাতা/১৩০০/নূসী