বাজিস-৪ : নীলফামারীতে মাতৃত্বকালীন ভাতা পাচ্ছেন ১০ হাজার ৯ জন মা

208

বাজিস-৪
নীলফামারী-মাতৃত্বকালীন ভাতা
নীলফামারীতে মাতৃত্বকালীন ভাতা পাচ্ছেন ১০ হাজার ৯ জন মা
নীলফামারী, ২৮ এপ্রিল, ২০১৯ (বাসস) : জেলায় দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচির আওতায় ভাতা পাচ্ছেন ১০ হাজার ৯ জন মা। প্রতি ছয় মাস অন্তর তারা পাচ্ছেন ৮০০ করে টাকা।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তর সূত্র মতে, ওই ১০ হাজার ৯ জনের মধ্যে রয়েছেন সদরে ২ হাজার ৩৭০, ডোমারে ১ হাজার ৬২০, ডিমলায় ১ হাজার ৮২০, জলঢাকায় ১ হাজার ৭৯৩, সৈয়দপুরে ৮৮৫ এবং কিশোরগঞ্জে ১ হাজার ৫২১ জন রয়েছেন। তারা গর্ভবতী সময় থেকে ৩ বছরের জন্য প্রতি ৬ মাস অন্তর পাচ্ছেন ৮০০ টাকা করে।
জেলা সদরের খোকসাবাড়ি ইউনিয়নের রামকলা গ্রামের পারুল আক্তার বলেন, ‘আমি ভাতা পাচ্ছি গত এক বছর ধরে। ওই ভাতায় আমার সন্তানকে পুষ্টিকর খাবার কিনে খাওয়াচ্ছি। তাতে আমার সন্তানের রোগবাই কমেছে। সুস্থ্য এবং সবলভাবে বেড়ে উঠছে সন্তান।’
একই কথা জানান, ওই গ্রামের হাসিনা বেগম, গোড়গ্রাম ইউনিয়নের কিত্তিনিয়া পাড়া গ্রামের রাহেলা বানুসহ অনেকে।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাফিয়া ইকবাল বলেন, ২০০৮ সাল থেকে কর্মসূচিটি চলছে। তিন বছর অন্তর নূতন মা অন্তর্ভুক্তি করা হয়। ওই ভাতা মা এবং সন্তানদের পুষ্টির যোগান দিচ্ছে।
বাসস/সংবাদদাতা/১২২০/নূসী