বাসস দেশ-১৭ : বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহ আর নেই, জানাজা আগামীকাল

217

বাসস দেশ-১৭
মাহফুজ-শোক-সংবাদ
বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহ আর নেই, জানাজা আগামীকাল
ঢাকা, ২৭ এপ্রিল, ২০১৯ (বাসস) : বিশিষ্ট সাংবাদিক ও লেখক মাহফুজ উল্লাহ আর নেই। আজ শনিবার সকালে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)।
সাংবাদিক মাহফুজ উল্লাহ দীর্ঘদিন থেকেই হৃদরোগ, কিডনি ও উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
মাহফুজ উল্লাহর বড় ভাই অধ্যাপক ড. মাহবুব উল্লাহ আজ ঢাকায় বাসস’কে এই মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।
মাহবুব উল্লাহ বলেন, ‘বামরুনগ্রাদ হাসপাতালের চিকিৎসকরা শনিবার সকালে মাহফুজ উল্লাহর মৃত্যু নিশ্চিত করেছেন বলে জানান তার মেয়ে নুসরাত হুমায়রা।’
গুরুতর অসুস্থ হয়ে গত তিন সপ্তাহ ধরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মাহফুজউল-াহ।
গত ২১ এপ্রিল তার মৃত্যুর খবরও ছড়িয়ে পড়লে, মেয়ে নুসরাত তখন জানিয়েছিলেন, তার বাবা বেঁচে আছেন।
মরহুমের পারিবারিক সূত্র জানায়, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
মাহবুব উল্লাহ বাসস’কে বলেন, ব্যাংকক থেকে মাহফুজ উল্লাহর মরদেহ আজ রাত ১টায় দেশে আসবে। আগামীকাল রোববার বাদ জোহর ঢাকার গ্রীন রোড ডরমেরটরি জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ আসর জাতীয় প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মাহফুজ উল্লাহর মরদেহ দাফন করা হবে।
মরহুমের পারিবারিক সূত্র জানায়, গত ২ এপ্রিল সকালে ধানমন্ডির গ্রীন রোডের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বাসস/এমএন/১৬৫৫/-আসচৌ