বাসস দেশ-২৬ : মানসম্মত চলচ্চিত্র নির্মাণের পরামর্শ সংসদীয় কমিটির

375

বাসস দেশ-২৬
সংসদীয় কমিটি-বৈঠক
মানসম্মত চলচ্চিত্র নির্মাণের পরামর্শ সংসদীয় কমিটির
ঢাকা, ১০ জুন, ২০১৮ (বাসস) : তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি দর্শকদের কাছে আকর্ষণীয় করতে মানসম্মত চলচ্চিত্র নির্মাণের ওপর গুরুত্ব দিয়েছে।
পাশাপাশি সিনেমা হলগুলোর পরিবেশ আধুনিক করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটি গঠনপূর্বক প্রস্তাবনা উপস্থাপনের সুপারিশ করেছে।
আজ রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে এ সুপারিশ করা হয়।
দশম জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র এটি ছিল ২৫তম বৈঠক।
কমিটি’র সভাপতি এ,কে,এম রহমতুল্লাহ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত
বৈঠকে কমিটির সদস্য ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এবং সিমিন হোসেন রিমি অংশগ্রহণ করেন।
বৈঠকে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট বিল, ২০১৮ সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুিষ্ঠত হয়।
কমিটি বাংলাদশে প্রেস ইনস্টিটিউট বিল, ২০১৮ পুঙ্খানুপঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষাপূর্বক সংশোধিত আকারে সংসদে উপস্থাপনের সুপারিশ করে।
তথ্য সচিব আবদুল মালেক, প্রধান তথ্য অফিসার কামরুন্নাহার, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ন চন্দ্র শীলসহ তথ্য মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মচারীগণ বৈঠকে উপস্থিত ছিলেন।
বাসস/সবি/জেডআরএম/১৯২৯/-শহক