বাসস প্রধানমন্ত্রী-২ : মানুষের জন্য শেরে বাংলার অসীম মমত্ববোধ দেশের মানুষকে অনুপ্রাণিত করবে : শেখ হাসিনা

566

বাসস প্রধানমন্ত্রী-২
প্রধানমন্ত্রী-বাণী
মানুষের জন্য শেরে বাংলার অসীম মমত্ববোধ দেশের মানুষকে অনুপ্রাণিত করবে : শেখ হাসিনা
ঢাকা, ২৬ এপ্রিল, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শেরে বাংলা এ কে ফজলুল হকের গরিব-দুঃখী মানুষের জন্য অসীম মমত্ববোধ ও ভালোবাসা এ দেশের মানুষকে চিরদিন অনুপ্রাণিত করবে।
তিনি শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ এক বাণীতে এ কথা বলেন।
শেখ হাসিনা, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার কৃষক ও মেহনতী মানুষের অকৃত্রিম বন্ধু শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের আগামীকাল ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি বলেন, শরে বাংলা এ দেশের কৃষক সমাজের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে আজীবন কাজ করে গেছেন। কৃষকদের অধিকার আদায়ে তিনি সব সময় ছিলেন সোচ্চার।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলার মুখ্যমন্ত্রী থাকাকালে আবুল কাশেম ফজলুল হক দরিদ্র কৃষক এবং প্রজাদের স¦ার্থ রক্ষার জন্য কৃষিঋণ আইন, প্রজাস¦ত্ব (সংশোধন) আইনসহ বিভিন্ন আইন প্রণয়ন করেন।
শেখ হাসিনা বলেন, তিনি (শেরে বাংলা) ছিলেন উপমহাদেশের এক অনন্য সাধারণ প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ। রায়তদের ওপর জমিদারগণ যে আবওয়াব ও সেলামি ধার্য করতেন, তিনি তার বিলোপ সাধন করেন। তাঁর সাহসী নেতৃত্ব, উদার ও পরোপকারী স¦ভাবের জন্য জনগণ তাঁকে ‘শেরে বাংলা’ বা ‘বাংলার বাঘ’ খেতাবে ভূষিত করেন।
প্রধানমন্ত্রী মহান আল্লাহর দরবারে তাঁর (শেরে বাংলার) আত্মার মাগফিরাত কামনা করেন।
বাসস/তবি/জেডআরএম/২০৫৮/এসই