নওগাঁ-রাজশাহী বিমানবন্দর পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজ শুরু

753

নওগাঁ, ১৩ মার্চ, ২০১৮ (বাসস) : নওগাঁ’র ঢাকা মোড় হতে চৌমাশিয়া হয়ে রাজশাহী বিমানবন্দর পর্যন্ত প্রায় ৭৪ কিলোমিটার সড়ক প্রশস্ত ও উন্নীতকরণ কাজ শুরু হয়েছে। আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্থতায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় নওগাঁর ঢাকা রোড থেকে তাজের মোড় হয়ে চৌমাশিয়া পর্যন্ত সাড়ে ১৭ কিলোমিটার সড়ক প্রশস্থকরণ ও উন্নীতকরণ কাজ শুরুর মধ্যে দিয়ে এই প্রকল্পের কাজ শুরু হলো।
নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন।
আজ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল হকের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠান কামাল এসোসিয়েটস-এর ব্যবস্থাপনা পরিচালক এম কে এম কামাল উদ্দিন, নওগা সদর আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল হক কমল, নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুর আল মামুন বক্তব্য রাখেন।
নওগাঁ সড়ক ও জনপথ বিভঅগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক জানান এ প্রকল্পটি বাস্তবায়ন করতে ৪শ ৩৮ কোটি টাকা ব্যয় হবে।