বাসস রাষ্ট্রপতি-১ : দেশের আর্থ-সামাজিক উন্নয়নে চট্টগ্রাম বন্দরের ভূমিকা অক্ষুন্ন থাকবে: রাষ্ট্রপতি

183

বাসস রাষ্ট্রপতি-১
হামিদ-চট্রগ্রাম বন্দর
দেশের আর্থ-সামাজিক উন্নয়নে চট্টগ্রাম বন্দরের ভূমিকা অক্ষুন্ন থাকবে: রাষ্ট্রপতি
ঢাকা, ২৪ এপ্রিল, ২০১৯ (বাসস) : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে আগামীতেও চট্টগ্রাম বন্দরের গৌরবৌজ্জ্বল ভূমিকা অক্ষুন্ন থাকবে।
আগামীকাল (২৫ এপ্রিল) ১৩২তম চট্টগ্রাম বন্দর দিবস উপলক্ষে আজ বুধবার দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।
আবদুল হামিদ বলেন, ‘চট্টগ্রাম সমুদ্র বন্দরকে আরো গতিশীল ও ব্যবসাবান্ধব করতে শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী, বন্দর ব্যবহারকারীসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ খুবই জরুরি। দেশি-বিদেশি ব্যবসায়ী, আমদানি ও রপ্তানিকারকগণ যাতে সহজে ও দ্রুত সময়ে বন্দরের সেবা ও সহযোগিতা পায় তা নিশ্চিত করতে হবে।’
সম্মিলিত প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দর বিশ্বের অন্যতম সেরা বন্দরে পরিণত হোক এমন প্রত্যাশা করে রাষ্ট্রপতি বলেন, ‘বর্তমান সরকার বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্য-আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে উদ্যোগ গ্রহণ করেছে। এ মহাপরিকল্পনা বাস্তবায়নে চট্টগ্রাম সমুদ্র বন্দরসহ অন্যান্য সমুদ্র বন্দরের ভূমিকা অনস্বীকার্য।’
তিনি বলেন, ‘শুধু ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নয়, এ অঞ্চলের সভ্যতার ক্রমবিকাশেও এ বন্দরের বিশেষ ভূমিকা রয়েছে। ভূ-রাজনৈতিক বিবেচনায় চট্টগ্রাম বন্দরের গুরুত্ব আজ বিশ্বব্যাপী স্বীকৃত। বহির্বিশ্বের সাথে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ এ বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়।’
আবদুল হামিদ বলেন, ‘২০১৮ সালে চট্টগ্রাম বন্দর ২৯ দশমিক ৩ লাখ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিংয়ের পাশাপাশি একই সময়ে ৮ দশমিক ৮৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে। বন্দরের কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, লালদিয়া টার্মিনাল ও বে-টার্মিনাল নির্মাণ এর উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।
তিনি বলেন, ‘১৮৮৭ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘপথ পরিক্রমায় চট্টগ্রাম বন্দর আজ বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর হিসেবে চট্টগ্রাম বন্দর শিল্প-বাণিজ্যের প্রসারের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।’
হামিদ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ১৩২তম বন্দর দিবস পালিত হচ্ছে জেনে আনন্দ প্রকাশ করেন এবং এ উপলক্ষে চট্টগ্রাম বন্দরের শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারী এবং বন্দর ব্যবহারকারীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়াও চট্টগ্রাম বন্দর দিবস, ২০১৯ উপলক্ষে গৃহীত কর্মসূচির সাফল্য কামনা করেন।
বাসস/তবি/বিকেডি/১৭৪০/-আসচৌ