প্রাক মৌসুম যুক্তরাষ্ট্র সফরের ঘোষণা দিল লিভারপুল

160

লন্ডন, ২৪ এপ্রিল ২০১৯ (বাসস) : ২০১৯-২০ প্রাক মৌসুমে যুক্তরাষ্ট্র সফর করবে লিভারপুল। আগামী প্রাক মৌসুম সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে খেলতে যাবে। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে ম্যানচেস্টার সিটির থেকে দুই পয়েন্ট এগিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকা লিভারপুল যুক্তরাষ্ট্রে তিনটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী ১৯ জুলাই ইন্ডিয়ানার ইউনিভার্সিটি অব নটর ডেমের ৭৭ হাজার ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামে জার্গেন ক্লপের সাবেক ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মুখোমুখি হবে। এরপর লিভারপুল বোস্টনে উড়ে যাবে। সেখানে ফেনওয়ে পার্কে ২১ জুলাই সেভিয়ার মোকাবেলা করবে। ২৪ জুলাই সফরের শেষ ম্যাচে নিউ ইয়র্কের ইয়ানকি স্টেডিয়ামে স্পোর্টিং লিসবনের মুখোমুখি হবে অল রেডসরা।
এ সম্পর্কে লিভারপুলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বিলি হোগান বলেছেন, ‘প্রাক মৌসুমে আমরা তিনটি অসাধারাণ স্টেডিয়ামে তিনটি বড় প্রতিপক্ষের মোকাবেলা করবো। আশা করছি ম্যাচগুলো আমাদের পরবর্তী মৌসুমের প্রস্তুতিতে কাজে আসবে।’