বাসস দেশ-৩২ : বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম আরো সম্প্রসারণের উদ্যোগ নিবে চীন

574

বাসস দেশ-৩২
চীনা-প্রতিনিধি দল- মতবিনিময়
বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম আরো সম্প্রসারণের উদ্যোগ নিবে চীন
ঢাকা, ২৩ এপ্রিল ২০১৯ (বাসস) : চীনও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ কার্যক্রম আরো সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে।
চীনের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদের সাথে মতবিনিময়কালে এই উদ্যোগের কথা জানান।
চীনের কুনমিংয়ে অবস্থিত ইউনান একাডেমি অব গভর্নেন্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইয়াং মিং সু এর নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল ভবিষ্যতে উভয় দেশের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন।
সফরকারী প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব চীনের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানের জন্য চীন সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রতিনিধিদল বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি পরিদর্শন করে প্রশিক্ষণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।
বাসস/তবি/এমএআর/২১৩০/কেকে