বাসস ক্রীড়া-১৫ : সর্বোচ্চ রান সাইফ হাসানের

283

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-প্রিমিয়ার লিগ
সর্বোচ্চ রান সাইফ হাসানের
ঢাকা, ২৩ এপ্রিল ২০১৯ (বাসস) : আজ শেষ হলো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। এবারের আসরে সর্বোচ্চ রান করেছেন প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাবের ওপেনার সাইফ হাসান। ১৬ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ৪টি হাফ-সেঞ্চুরিতে ৮১৪ রান করেছেন এই ডান-হাতি ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ওপেনার মোহাম্মদ নাইম। ১৬ ম্যাচে ৮০৭ রান করেছেন তিনি। ৭৮১ রান করে এই তালিকার তৃতীয়স্থানে রয়েছেন মোহামেডান স্পোটিং ক্লাবের ডান-হাতি ব্যাটসম্যান রাকিবুল হাসান।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
ব্যাটসম্যান ম্যাচ ইনিংস রান গড় ১০০ ৫০
সাইফ হাসান (প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব) ১৬ ১৬ ৮১৪ ৬২.৬১ ৩ ৪
মোহাম্মদ নাইম (লিজেন্ডস অব রূপগঞ্জ) ১৬ ১৬ ৮০৭ ৫৩.৮০ ৩ ৫
রাকিবুল হাসান (মোহামেডান স্পোটিং ক্লাব) ১৬ ১৬ ৭৮১ ৬০.০৭ ১ ৮
জহিরুল ইসলাম (আবাহনী) ১৫ ১৫ ৭৩৫ ৫৬.৫৩ ৩ ৩
ফজলে মাহমুদ (ব্রাদার্স ইউনিয়ন) ১৩ ১১ ৬০৩ ৭৫.৩৭ ৩ ২
বাসস/এএমটি/২০৪৫/নীহা