বাসস ক্রীড়া-১৪ : শিরোপার দৌড়ে লিভারপুলে ‘আস্থা রাখার’ আহ্বান জানিয়েছেন হেন্ডারসন

261

বাসস ক্রীড়া-১৪
ফুটবল-লিভারপুল-হেন্ডারসন
শিরোপার দৌড়ে লিভারপুলে ‘আস্থা রাখার’ আহ্বান জানিয়েছেন হেন্ডারসন
লন্ডন, ২৩ এপ্রিল ২০১৯ (বাসস) : মৌসুমের শেষ মুহুর্ত পর্যন্ত লিভারপুল প্রিমিয়ার লীগের শিরোপা জয়ের লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন ক্লাবটির অধিনায়ক জর্ডান হেন্ডারসন। দুই দলই শিরোপা নির্ধারনী সপ্তাহে মাঠে থাকবে।
গত রোববার কার্ডিফ সিটিকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে লিভারপুল। তবে পেপ গার্দিওলার দলের চেয়ে এক ম্যাচ বেশী খেলে ফেলেছে রেডসরা। আগামীকাল বুধবার চির প্রতিদ্বন্দ্বি ম্যানচেস্টার ইউনাইটেডের মোকাবেলা করবে ম্যানচেস্টার সিটি। এর আগে ইতেহাদ স্টেডিয়ামে টটেনহ্যামকে ১-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠেছিল সিটি। আর ওই জয়টি ছিল প্রিমিয়ার লীগে গার্দিওলা বাহিনীর টানা ১০ম জয়। এখন লীগের শেষ চার ম্যাচের সবকটিতেই যদি তারা জয়লাভ করতে পারে তাহলে শিরোপা অক্ষুন্ন রাখতে পারবে।
তবে হেন্ডারসনের মতে শেষ মুহুর্ত পর্যন্ত সুযোগের অপেক্ষায় থাকবে লিভারপুল। কারণ প্রথমবারের মত প্রিমিয়ার লীগের শিরোপা জয়ের জন্য তারা উদগ্রীব হয়ে আছে। তিনি বলেন,‘ শেষ মুহুর্ত পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।’
প্রিমিয়ার লীগে লিভারপুলের পরের প্রতিপক্ষ হাডারর্সফিল্ড টাউন। আগামী শুক্রবার এ্যাওয়ে ম্যাচে অবনমিত হয়ে যাওয়া ক্লাবটির মোকাবেলা করবে তারা। এর পরপরই চ্যাম্পিয়ন্স লীগের সেমি-ফাইনালে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মুখোমুখি হবে জার্গেন ক্লপের শিষ্যরা।
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/২০০০/এএমটি