বাসস দেশ-২৯ : জামাতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শংকামুক্ত নন : শেখ সেলিম

262

বাসস দেশ-২৯
মশিউল হক- সেলিম
জামাতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও শংকামুক্ত নন : শেখ সেলিম
ঢাকা, ২৩ এপ্রিল, ২০১৯ (বাসস) : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, শ্রীলংকায় বোমা হামলায় আহত হাসপাতালে চিকিৎসাধীন মেয়ের জামাতা মশিউল হক চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি হলেও শঙ্কা মুক্ত নন।
আজ দুপুরে বনানী জানাজার মাঠ দেখতে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
শেখ ফজলুল করিম সেলিম বলেন, শ্রীলংকার হাসপাতালে চিকিৎসাধীন জামাতা মশিউল হক চৌধুরীর শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। তাকে অস্ত্রোপচার করা হয়েছে।
শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ জানান, শ্রীলংকায় বোমা হামলায় নিহত জায়ানের মরদেহ আগামীকাল বুধবার বেলা ১টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হবে। সেখান থেকে লাশ বনানীর বাসায় আনা হবে এবং বাদ আসর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।
আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফয়েল আহমেদ বলেন, এ ঘটনায় আমরা মর্মাহত ও ক্ষতিগ্রস্ত। আমি ব্যক্তিগতভাবেও অত্যন্ত মর্মাহত।
বাসস/সংবাদদাতা/এমএআর/১৯৫০ কেএমকে