সুগন্ধায় স্থাপিত ‘জেনোসাইড কর্ণারটি’ বিদেশীরা পরিদর্শন করতে পারবেন : পররাষ্ট্রমন্ত্রী

206

ঢাকা, ২৩ এপ্রিল, ২০১৯ (ভাসস) : ঐতিহাসিক সুগন্ধা ভবনে সম্প্রতি স্থাপিত ‘জেনোসাইড কর্ণারটি’ বিদেশ থেকে আসা রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, মন্ত্রী, সংসদ সদস্য ও বিদেশী কূটনীতিকদের পরিদর্শনের ব্যবস্থা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে সেখানে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর গ্রহণেরও ব্যবস্থা করবে মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে আরও বলা হয়, সারা দেশের স্কুল, কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা গণহত্যা বিষয়ে জানার জন্য কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জেনোসাইড কর্ণারটি পরিদর্শন করতে পারবে।
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, ‘স্বাধীনতার ৪৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো গণহত্যার শিকার মহান শহিদদের স্মরণে একটি ‘জেনোসাইড কর্ণার’ স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ১৯৭১ সালের গণহত্যার শিকার হওয়া ৩০ লাখ মানুষকে স্মরণ করার পাশাপাশি মুক্তিযুদ্ধের ঐতিহাসিক উত্তরাধিকার সংরক্ষণ করা হয়েছে।’
পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, ঐতিহাসিক এই স্থান থেকেই ইয়াহিয়া খান গণহত্যার আদেশ দেন। এই ভবনেই বঙ্গবন্ধু পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে পাকিস্তানের ভবিষ্যত নিয়ে আলোচনা করেন। সেজন্য গণহত্যার স্বীকৃতি আদায় কার্যক্রমের অংশ হিসেবে এই ভবনে জেনোসাইড কর্ণারটি গড়ে তোলা হয়েছে এবং গত ১৮ এপ্রিল তা উদ্বোধন করা হয়।