বাসস বিদেশ-২ : বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে শ্রীলংকায় ৩ মিনিট নীরবতা পালন

229

বাসস বিদেশ-২
শ্রীলংকা-হামলা-নীরবতা
বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে শ্রীলংকায় ৩ মিনিট নীরবতা পালন
কলম্বো, ২৩ এপ্রিল, ২০১৯ (বাসস ডেস্ক): শ্রীলংকায় একের পর এক আত্মঘাতী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকালে দেশব্যাপী তিন মিনিট নীরবতা পালন করা হয়। এসব হামলায় দেশটিতে প্রায় ৩শ’ জন নিহত হন। খবর এএফপি’র।
স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার সময় জাতীয় পতাকা অর্ধনমিত করে জনগণ তাদের মাথা নত করার মধ্যদিয়ে নীরবতা পালন শুরু করে।
এদিকে সরকার সকল সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ মঙ্গলবার দিনব্যাপী জাতীয় শোক পালনের ঘোষণা দিয়েছে। এছাড়াও সরকার মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বেতার কেন্দ্র ও টেলিভিশন চ্যানেলগুলোতে শোক সঙ্গীত পরিবেশন করা হয়েছে।
সেন্ট অ্যান্থোনির গীর্জায় বেশ কিছু জড়ো হয়ে মোমবাতি প্রজ্জ্বল ও প্রার্থনা করে।
বাসস/এমএজেড/১১-০০/শআ