শাহজালালে দুই কোটি টাকার স্বর্ণ জব্দ

624

ঢাকা, ২২ এপ্রিল, ২০১৯ (বাসস) : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কোটি টাকার স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।
কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, রোববার দিবাগত রাত ১টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর বোর্ডিং ব্রীজের টয়লেট থেকে এক কেজি ওজনের ৪টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। জব্দকৃত এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা।
ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী আজ বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১টার দিকে ঢাকা কাস্টমস হাউসের একটি দল বিমানবন্দরের ৮ নম্বর বোর্ডিং ব্রীজের টয়লেট থেকে ৪কেজি স্বর্ণ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
অথেলো চৌধুরী বলেন, চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৃত অপরাধীদের খুঁজে বের করতে তদন্ত করা হবে। বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচেছ। তবে এঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি।