টেকনাফে বিজিবির সঙ্গে গুলি বিনিময়ে দুই মাদক ব্যবসায়ী নিহত

357

কক্সবাজার, ২২ এপ্রিল, ২০১৯ (বাসস) : জেলার টেকনাফ উপজেলায় বিজিবির সঙ্গে গুলি বিনিময়ে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহতরা হলেন, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার শামসুল আলমের ছেলে সাইফুল ইসলাম (২৫) এবং একই এলাকার নবী হোসেনের ছেলে ফারুক হোসেন (২৩)। এ সময় ঘটনাস্থল থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
বিজিবি জানায়, আজ সোমবার সকাল ৬টায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এই ঘটনা ঘটে।
কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, বিজিবি’র একটি দল হোয়াইক্যং ইউনিয়নে টহল দেয়ার সময় দেখতে পায় কেরুনতলী এলাকায় একটি ব্রীজের কাছে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। এ সময় বিজিবি সদস্যরা তাদের পরিচয় জানতে চাইলে দুর্বৃত্তরা তাদের ওপর আক্রমণ চালায়। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা পাল্টা গুলি চালায়।
পরে দুর্বৃত্তরা পালিয়ে গেলে ঘটনাস্থলে অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই গোলাগুলির ঘটনায় বিজিবির একজন সদস্য আহত হয়েছেন বলে জানাযায়।
বিজিবি’র অধিনায়ক আলী হায়দার জানান, স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করলে নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়।