বাজিস-৫ : হবিগঞ্জে উদ্ধারকৃত সাপ ও বেজি সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত

306

বাজিস-৫
হবিগঞ্জ- বন্যপ্রাণি-অবমুক্ত
হবিগঞ্জে উদ্ধারকৃত সাপ ও বেজি সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত
হবিগঞ্জ, ২২ এপ্রিল ২০১৯ (বাসস): জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয উদ্যানে ৮টি সাপ ও একটি বেজি আজ অবমুক্ত করা হয়েছে।
আজ সোমবার দুপুরে সাপগুলো উপজেলার চান্দপুর বাজার থেকে উদ্ধারের পর জাতীয় উদ্যানে অবমুক্ত করেন বন বিভাগের কর্মীরা।
বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতছড়ির রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন ও বনকর্মিরা উপজেলার চান্দপুর বাজার থেকে ৩টি গোখরা সাপ, ৩টি কালনাগিনী, ১টি কিং কোবরা ও ১টি দাড়াশ সাপ এবং একটি বেজি উদ্ধার করে। পরে বেজি ও সাপগুলো নিয়ে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, প্রাণিগুলো উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৮৫০/এমকে