হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ রক্ষা প্রকল্পের ৮০ শতাংশ কাজ সম্পন্ন

623

হবিগঞ্জ, ২১ এপ্রিল ২০১৯ (বাসস): জেলায় আজ রোববার বিকেল পর্যন্ত খোয়াই নদীর বাঁধ রক্ষা প্রকল্পের ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
খোয়াই নদীর বাঁধ রক্ষায় এবার ব্যবহার করা হচ্ছে ১৫ হাজার ২৫০ বস্তা বালু এবং সিমেন্ট। এছাড়াও পয়েন্টগুলোতে ফেলা হচ্ছে মাটি।
জেলায় পানি উন্নয়ন বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
এবার খোয়াই নদীর বাঁধ ভাঙ্গার আশঙ্কা থাকবে না বলে আশা প্রকাশ করেছেন হবিগঞ্জে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত।
তিনি জানান, ৫৭ লাখ টাকা ব্যয়ে শহরের মাছুলিয়া এবং কামড়াপুরসহ বিভিন্ন পয়েন্টে ১০ হাজার ২৫০ বস্তা বালু এবং ৫ হাজার সিমেন্ট এবং বালু মিশ্রিত বস্তা ফেলা হচ্ছে। এছাড়াও পানির লিকেজ বন্ধে দেয়া হচ্ছে জিও টেক্সেটাইল।
গত বর্ষা মৌসুমে ভারতের ত্রিপুরা রাজ্যে সৃষ্ট বন্যার কারণে নেমে আসা পানিতে হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ধ্বসে পড়ার আশঙ্কা দেখা দেয়। খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়ে ১১ দশমিক ৫০ মিটার পর্যন্ত প্রবাহিত হয়, যা ছিল বিপদসীমার দু’শ সেন্টিমিটার বেশি।