বাসস দেশ-৩৭ : বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

272

বাসস দেশ-৩৭
উন্নয়ন-সূচক
বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
পিরোজপুর, ২১ এপ্রিল, ২০১৯ (বাসস) : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের সকল সূচকে অনেক দেশের চেয়ে এগিয়ে রয়েছে।
তিনি আজ পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে মাসিক উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রী বলেন, আমাদের সন্তানদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক হতে হবে।
পিরোজপুরে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ কোন অবস্থাতেই হতে দেয়া যাবে না। যেকোন মূল্যে মাদক বন্ধ করতে হবে। এখানে ছাড় দেয়ার কোন সুযোগ নেই।
মন্ত্রী বলেন, পিরোজপুরের উন্নয়নে সবকিছু করা হবে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেয়া কাম্য হতে পারে না। তিনি পিরোজপুরের উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
বাসস/সংবাদদাতা/এমএসএইচ/২০০৯/-কেজিএ