বরগুনায় কৃষকদের মধ্যে প্রণোদনা সহযোগিতা প্রদান

428

বরগুনা, ২১ এপ্রিল, ২০১৯ (বাসস) : কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ ২০১৯-২০ মৌসুমে জেলার সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরন করা হয়েছে।
এবার মোট ৩ হাজার ২ শত ৫০ জন প্রান্তিক কৃষককে এ প্রনোদনা সহযোগিতা প্রদান করা হয়।
আজ রোববার বরগুনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রান্তিক চাষিদের মধ্যে প্রণোদনা সহযোগিতা প্রদান উপলক্ষে আয়োজিত একসভায় এসব তথ্য জানানো হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তছমিন-এর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মতিউর রহমান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌহিদুল প্রমুখ।
সভা সূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলার পৌরসভাসহ মোট ১১ টি ইউনিয়নের ৩ হাজার ২৫০ জন কৃষককে জনপ্রতি পাঁচকেজি করে উন্নত মানের বীজ এবং বিভিন্ন ধরনের ২৫ কেজি করে সার বিতরন করা হয়।
জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, বরগুনা জেলায় এবার প্রায় ১১ হাজার কৃষকের মধ্যে এ ধরনের প্রণোদনা সহযোগিতা প্রদান করা হবে।