বাসস ক্রীড়া-১৩ : বিকেএসপিকে হারিয়ে টিকে গেল ব্রাদার্স; বিদায় হলো উত্তরাও

164

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-প্রিমিয়ার লিগ
বিকেএসপিকে হারিয়ে টিকে গেল ব্রাদার্স; বিদায় হলো উত্তরাও
ফতুল্লা, ২১ এপ্রিল ২০১৯ (বাসস) : ঢাকা প্রিমিয়ার লিগের রেলিগেশন পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে (বিকেএসপি) ৬ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ফলে প্রিমিয়ার লিগে টিকে গেল ব্রাদার্স। ১৩ খেলায় ৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে টিকে থাকলো তারা। সমান ৮ পয়েন্ট রয়েছে উত্তরা স্পোটিং ক্লাবেরও। তবে রান রেটে এগিয়ে প্রিমিয়ার লিগে টিকে গেল ব্রাদার্স। আর রান রেটে পিছিয়ে থেকে প্রথম বিভাগে নেমে গেল উত্তরা। সাথে বিকেএসপিও।
আজ ফতুল্লায় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বিকেএসপি। ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৫ রান করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৯০ রান করেন আমিনুল ইসলাম।
জবাবে ফজলে মাহমুদের অনবদ্য সেঞ্চুরিতে ১৬ বল বাকী রেখেই জয় তুলে নেয় ব্রাদার্স। ৭টি চার ও ৫টি ছক্কায় ১১৭ বলে ১২৭ রান করেন ম্যাচ সেরা ফজলে।
বাসস/এএমটি/১৯১৫/স্বব