বাসস ক্রীড়া-১০ : বায়ার্ন ছাড়তে চান সানচেজ

132

বাসস ক্রীড়া-১০
ফুটবল-বুন্দেসলীগা-বায়ার্ন
বায়ার্ন ছাড়তে চান সানচেজ
বার্লিন, ২১ এপ্রিল ২০১৯ (বাসস/এএফপি) : আবারো বায়ার্ন মিউনিখ ছাড়ার আগ্রহের কথা জানালেন এক সময়ের বিস্ময়বালক রেনাটো সানচেজ। মুল একাদশের বাইরে থেকে আরো একটি বছর বায়ার্ন মিউনিখে কাটিয়েছেন তিনি।
২১ বছর বয়সী এই তারকা শনিবার বদলি হিসেবে মাঠে নেমে ৮৭ মিনিটের সময় গোল করেন। তার গোলে ভর করে ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করে বায়ার্ন মিউনিখ। খেলা শেষে সানচেজ বলেন, ‘আমি আরো বেশি সময় ধরে খেলতে চাই। ৫ মিনিট আমার জন্য যথেষ্ট নয়।’
তিনি বলেন, ‘দল ছাড়ার জন্য ধারে হলেও অন্য ক্লাবে যেতে চাই। ক্লাবটি ইংল্যান্ড, স্পেন বা পর্তুগালের হলেও অসুবিধা নেই। আমি নিয়মিত খেলতে চাই।’
পর্তুগালের হয়ে ইউরোপীয় চ্যাম্পিয়ন শিরোপা জয় এবং ওই আসরে সেরা তরুন খেলোয়াড়ের পুরস্কার পাবার পর ২০১৬ সালে বায়ার্নে যোগ দিয়েছিলেন টিনএজ তারকা সানচেজ। এ জন্য আলোচনার মধ্যমনি হয়ে উঠা এই তারকার জন্য বায়ার্ন ব্যয় করেছিল ৩৫ মিলিয়ন ইউরো। কিন্তু মিউনিখে এসে প্রথম একাদশের সুযোগ থেকে বঞ্চিত হন তিনি।
ধারে সোয়ানসি সিটিতে যোগ দিয়ে তিনি আরো বাজে পরিস্থিতিতে পড়ে যান। পরে গত গ্রীষ্মে তিনি ফের বায়ার্নে ফিরে আসেন। আশা করেছিলেন নতুন কোচ নিকো কোভাকের অধীনে নিজের যোগ্যতা প্রদর্শনের সুযোগ পাবেন। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হতে হয়। গোটা মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় মাত্র ছয়টি ম্যাচে সেরা একাদশে হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি। যে কারণে এখন প্রকাশ্যেই দল ছাড়ার আগ্রহ প্রকাশ করছেন সানচেজ।
গত মাসে তিনি ক্রীড়া বিষয়ক ম্যাগাজিন কিকারকে বলেন, ‘এখানে আমি খুশি নই। আমি কঠোর পরিশ্রম করছি ঠিকই, কিন্তু খেলতে পারছি না।’ কোচের সঙ্গেও কোন বিরোধ নেই বলে জানিয়েছেন সানচেজ। তিনি বলেন, ‘কোভাকের সঙ্গে আমার স্বাভাবিক সম্পর্ক আছে। আমি তাকে শ্রদ্ধা করি। তিনি এবং আমার সতীর্থরা দেখেছে, অনুশীলনে আমি কতটা পরিশ্রম করি।’
বাসস/এএফপি/এমএইচসি/১৮৪৫/মোজা/স্বব